ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল
একদিন ঝড় থেমে যাবে
থাকবে না কোন ভয়
পৃথিবী আবার শান্ত হবে
তাইতো জ্ঞানীগণ কয়।
পাপে ভরে গেছে পৃথিবী
পুণ্যের নাহিলেশ
পৃথিবী আবার শান্ত হবে
থাকবেনা দুঃখ ক্লেশ।
পৃথিবীর বুকে রঙ্গিলা রূপ
লাল সবুজে ঘেরা
শান্ত নিবিড় প্রকৃতি এই
পৃথিবী আমার সেরা।
সবাই আজ থাকিয়ে আছে
অবাক পৃথিবীর পানে
কতই না সুন্দর পৃথিবী
কেউ বা না জানে।
পৃথিবী আবার শান্ত হবে
লিখবে কত কবি
প্রকৃতিরই রূপ গাঁথা
শিল্পী মনের ছবি।