রকিবুল ইসলাম
পোশাক শ্রমিক ভাই,
মোরা পোশাক শ্রমিক ভাই।
কর্মযজ্ঞ ঠিকই আছে,
মজুরী যে নাই।
পোশাক শ্রমিক ভাই
মোরা পোশাক শ্রমিক ভাই।
কাজ করি মোরা
আছে ক্ষুধার তাড়না।
রুটি, রুজির তাগিদে
মালিক পক্ষ সবে
দেয়না ন্যায্য পাওনা।
নিয়ম আছে, রীতি আছে,
বাস্তবায়ন তার নাই।
পোশাক শ্রমিক আমরা সবে
অনাহারী আজ তাই।
পোশাক শ্রমিক ভাই
মোরা পোশাক শ্রমিক ভাই।
দিন বদলের পালাতেও মোদের
দুঃখের সীমা নাই।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫