মোঃ সাব্বির হোসেন
প্রণয় সুরে বাজাই বাঁশি
পাষাণ বন্ধুর তরে,
হিয়ার পাখি জীবন আমার
পিয়ার করি ওরে।
লোনা জলে ভাসায় আঁখি
কালা তোমার লাগি,
তন্দ্রা আমার নিপাত গেছে
রাত্রি শুধু জাগি।
অন্তর আত্মা জ্বলে পুড়ে
সখা দিল কালি,
স্বচ্ছ সাদা নয়ন পানে
কেন ছুড়লে বালি?
কোন বা দোষে নিঠুর হলে
আমায় গেলে ফেলে,
তোমার লাগি চক্ষু আমার
অবশ হয়ে মেলে।
প্রাণের পুলক ওরে সখা
কেন দিলে ফাঁকি,
দুঃখ দিবে আবার বুঝি
আরও কত বাকি?