রকিবুল ইসলাম
তাহারে শুনিয়া আরম্ভ হোক
মোর সূর্যস্ন্যাত প্রভাত।
তাহারে ভাবিয়া কাঁটিয়া যাক
মোর উদাসী বৈকাল, গোধূলী লগন।
তাহারে (স্বপনে) দেখিয়াই অতিক্রান্ত হোক মোর নীল চাঁদোয়ায় মোড়ানো জ্যোৎস্ন্যাস্নাত রজনী।
তাহারে দর্শিয়া আমোদে আহ্লাদিত হউক মোর নয়ন।
তাহার ছবি অঙ্কন করিতে সদা ব্যস্ত থাকুক মোর হিয়া।
চারিদিকে গগণবিদারী, ভূবনবিদারী রব উঠুক তাহার নামে।
তাহারে স্মরীয়াই কাটিয়া যাক মোর দিবা-নিশি, মোর ইহলোক!
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫