কলমে: ওমর ফারুক
হৃদয়ে নজরুল কবিগুরু কাজী নজরুল।
আপনিতো কবিদেরই ফুল?
আমাদের হৃদয়ে আপনি নজরুল?
আপনিইতো কবি কাজী নজরুল,
আপনার প্রেমে আজও আমরা ব্যাকুল?
আপনার লেখার অনুপ্রেরনাই,
আজ আমরা হতে পেরেছি কবিতা লেখার ফুল।
আপনি হলেন আমাদের কবিতা লেখার মুল,
জাতীয় কবি কে নজরুল?
আপনার লেখায় দেখিতেপাই,
বাঙালি জাতির মুক্তির ফুল?
প্রাণের সই নজরুল আজও আমরা,
আপনার প্রেমে হয়ে যাই ব্যাকুল,
আপনার লেখালেখি দেখিতে পাই,
বাঙালি জাতির মুক্তির ফুল?