আমি ভালোবাসি তোমায়–
আমি শুনতে চাইনা তোমার এমন আবেগি সংলাপ,
যে সংলাপ শুধুই ছলনার জাল বিস্তার করে
আমি বলি মিথ্যে তোমার এমন প্রলাপ,
সত্যিকারের প্রেম কভু নয়তো ছলনার
নয় কোনো একটা লাল গোলাপের ছাপ,
প্রকৃত প্রেম
বিষাক্ত সাপের ছোবলের চেয়েও হতে পারে ভয়ংকর,
যে সইতে পারবে এমন ছোবল
আমি বলবো সেটাই হতে পারে প্রকৃত প্রেমের সংলাপ!
বলো এবার কে দিবে আমায় এমন প্রেমের অধিকার
যেথায় থাকবে না কোনো অজুহাত,
থাকবে না কোনো ছলনার মিথ্যে আবেগের প্রেমালাপ,
যদি কেউ কখনো দিতে পারো এমন প্রতিশ্রুতি
সেদিন বলো আমায় আমি তোমায় ভালোবাসি,
আমি বিশ্বাস করবো সেদিন
তোমার প্রেম প্রকৃত, নেই কোনো মিথ্যে সংলাপ,
আমি সেইদিন বলবো ভালোবাসি তোমায়–
শুনতে চাই না কভু আর মিথ্যে আবেগের প্রলাপ!
মধুপুর টাঙ্গাইল।