আকাশের সমস্ত নীলে
প্রশান্ত মহাসাগরের সমস্ত জলে,
মুছবে না তোমার অপরাধের কলঙ্ক
হবে তুমি তোমার স্বাধীনতা বিরোধী নিয়ে নির্বংশ!
যমুনার সমস্ত কালো জলে
শহীদের রক্তের কথা বলে,
তার ছবি দেখা যায় ঢেউয়ের তালে তালে
বজ্রকণ্ঠের মাতাল গর্জন শোনা যায় নভে ও ভূতলে!
সেন্ট মার্টিনের প্রবাল, লাল কাকড়া, নারিকেল গাছের সারি
আরকি দেখতে পাবনা, ঘুরিয়ে পেঁচিয়ে নয়, উত্তর চাই সরাসরি!
আমি বাঙালি, ফিরে চাই আমার সাড়ে সাত হাজার বছরের বহন করা বাঙালিত্ব
আমি হিন্দু নই, বৌদ্ধ নই, নই খৃষ্টান, জাতে আমি বাঙালি এটা ই আমার আমিত্ব!
ধর্ম আমার কিছু বছর আগের বিশ্বাস, এই বৈষম্যে বিশ্বে নাভিশ্বাস
শিকড় যে মাটির রসে সিক্ত সে পলি বিধৌত বদ্বীপে আমার আস্হা, আমার বিশ্বাস
কেন গাঁজা য় শতবছর মরছে আমার ভাই, মুসলমান
কেন কাশ্মীরে বেছে বেছে মারে হিন্দু, এটা ধর্মের অপমান?
ধর্ম এলো শান্তির বানী নিয়ে, তোমরা বানালে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার
আল্লাহ ভগবানের লাইসেন্স নিয়ে, অর্থ কামায় গলে পড়লে মতিহার!
মধ্য রাতের নির্জনতায় মারবে তোমায় এ-ই জনতায়
মিথ্যা বলে বেচছে দেশ কিনছে আবার বৃটিশ নয়, নব্য বেনিয়ায় !
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087