ভাঙা পথের ক্লান্ত পায়ে
হেঁটেছি শত ধুলায়,
স্বপ্নগুলো হারিয়ে ফেলি
নিভে যাওয়া ভুলায়।
চোখের সামনে কুয়াশা ঘিরে
আলো মুছে যায়,
ঠিক তখনই এলো তুমি—
নতুন সকাল ছায়।
ভেসে যাওয়া জীবনের বাঁকে
দিলে নতুন ডাক,
হৃদয় জুড়ে গড়লে আশার
আলোকিত এক পাখ।
এই আশ্বাসেই বাঁচি আজও,
তোমায় ধরে রাখি,
তোমার ছোঁয়ায় জেগে উঠেছে
আমার জীবন রাখি।
চট্টগ্রাম, মিরসরাই।