ছোট্ট বেলায় বন্ধু স্বজন ভাইয়ের রুপেই হয় ,
তাদের মাঝে একে অপরের ভাইয়ের পরিচয় ।
কত কথা কত খেলা রাগ কষ্ট হাসি ,
ছোটবেলার বন্ধু তোরে সব ভূলে অনেক ভালোবাসি ।
তোমায় নিয়ে পথ চলা চলি জীবনের সকল বেলা ,
সকল বন্ধুকে হয় তবে ছোট বেলার বন্ধু তোরে
করিনা অবহেলা ।
অনেক বন্ধু হঠাৎ করে কোথায় হারিয়ে যায় ,
সকল যোগাযোগ বন্ধ করে মনে হয় বেঁছে নাই।
তাহার জন্য মন কাঁদে প্রাণ কাঁদেরে হাই ,
সকল বন্ধুর উচিত হবে যোগাযোগ পাল্টিয়ে গেলে
নতুন ঠিকানার লিংক যেন সবাই খুঁজে পায়।
অনেক প্রিয় বন্ধু তোমার বিরহ পারেনা সইতে ,
তোমার জন্য অন্তর কাঁদে পারেনা কারো কইতে ।
ফেসবুকে স্ট্যাটাস দেয় খোঁজার জন্য তারে ,
না পাইলে সংবাদপত্র সপাই বারে বারে।