রকিবুল ইসলাম
যে ছিল তোমার অতি আপনার!
অতিশয় প্রিয় বৎসল।
তারে নিয়েই ছিল তোমার
যত পরিকল্পনা,শত আয়োজন।
ভাবছ তুমি ভেঙে দিয়ে মন
হারালো সে কোথা,কোন সে অজানা!
হারায় না বুকের ধন কভু যে,
রয়ে যায় বক্ষ পিজ্ঞিরা মাঝে।
চোখের তারা সে চিরদিন রবে
তব অক্ষি গোলক সরোবরে।
গিয়েছে যে জন,আসবে আবার সে জন,
নতুন নামে,নব রুপে তোমাদের মাঝে।
খোদার ফজলে ফিরে পাবে তোমরা তোমাদের
নয়নের মণি, কলিজার ধন,ডাকবে তারে-
ওরে আমার আশার ভেলা,চোখের তারা তুই।
আমার যে আজ প্রাণ সংশয়,বুকে আয়-বাছাধন!
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087