মাওলানা আজিজুর রহমান আল জলিলী
বৃষ্টির সুরে জেগে ওঠে ধরণী,
মেঘে-ঢাকা আকাশে ঝরঝরে বরণী।
কিন্তু এই সুরে লুকিয়ে আছে ব্যথা,
জল থইথই নগর, ডুবছে পথে-ঘাটা।
গুয়াহাটি, ঢাকা, সিলেট—সবই এক সুর,
নদী উপচে উঠে, ভাসে গৃহ-মন্দির।
স্কুলে যাওয়া শিশুরা এখন বন্দি ঘরে,
চোখে জল, কষ্টে খোঁজে শান্তি, সান্ত্বনা ধরে।
আকাশ থেকে যেন নামে অশ্রুবিন্দু,
মানুষের দু’চোখে বয়ে চলে দুঃখ-সিন্ধু।
আল্লাহ’র রহমত—কিন্তু কবে হবে শান্ত?
এই বৃষ্টি যেন এখন পরীক্ষার মহান্ত।
কিন্তু আশা হারাব না, করব দোয়া নিরবধি,
মুছে যাবে জলাবদ্ধতা, ফিরিব শান্তি ধী।
আল্লাহ’র করুণা ঝরে যেন প্রেমর বৃষ্টি,
এই কামনাতেই জেগে থাকুক মানব সৃষ্টির দৃষ্টি।
ঠিকানা: চামালা, এংলার বাজার, বদরপুর, শ্রীভূমি (করিমগঞ্জ), আসাম।