রকিবুল ইসলাম
তুমিতো প্রিয়ার চোখের
সুরমা-কাজল,
মোর নয়নের জল।
তোমাতে আমোদিত হয়
সে পুলকে,
করে শুধুই ছল।
হারিয়ে যাই আমি
নি:সীম আধারে,
হয়ে অশ্রু সজল।
স্নাত সে তব পরশে,
আমি কান্না লুকাই
তোমারই সমারোহে।
তুমি পারো বুঝতে
অপার মায়াতে
তবুও মোর কান্না।
বুঝল না সে মোরে,
অবহেলার করাল গ্রাসে,
প্রাপ্তি মোর ছলনা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087