মোঃ ফখরুল ইসলাম মামুন
শিক্ষার মান আজ দিগুণ,
কর্মের জন্য যুবক আজ হাহাকার!
দিনকে দিন বেড়েই চলছে,
বেকারত্বের আজ হার।
ডিগ্রিধারী অভাব নেই,
গরীব কিংবা ধনীর ঘরে।
চাকরির জন্য হাত বাড়াতে হয়,
মালিকের অফিসের দ্বারে।
বলে লোক লাগবে না আর,
আছে লোক রাখা দিগুণ।
কর্মহীন মানুষ এবার,
চাকরি পাবে কোথায় বলুন?
সরকারি চাকরি হয় না কারো,
নাই বেশি টাকা পয়সা!
সুদে ঘুসের সাথে আজ,
চলছে মোদের ব্যবসা।
মাঝখানে মরলাম আমি,
ডিগ্রি ধারী সনদ করে।
শিক্ষা আজ বৃথা যায়!
সবার কাছে এমন করে।
তবুও জানা অজানা,
মানুষ সমান কখনো নয়?
বেকারত্বের হারে আজ,
যুবসমাজ হচ্ছে ক্ষয়।
চাকরি দিকে না থাকিয়ে,
শিক্ষা নিয়ে সমাজ গড়।
বেকারত্বের হারের দিকে
না মরে কর্ম নিয়ে জীবন গড়।