সাবিত রিজওয়ান
প্রেমে পড়েছি ওগো তোমার হাসিটা দেখে,
তাইতো তোমার ছবিটা নিয়েছি আমার হৃদয়ে একেঁ।
তোমার চোখ দুটি এত মায়াবী কেন,
মৃদু বাতাসে চুলগুলো লাগে বেশ
ইচ্ছে করে গাইতে ভালবাসার স্লোগান।
তুমি কি আমায় এক চিমটি ভালবাসা দিতে পারবে?
কাশফুলের ন্যায় সাদা ধবধবে একটা হৃদয় খুঁজছি,
সেই হৃদয়ে আমার হৃদয়টিও জোড়ালো করতে চাচ্ছি!
যে বলবে আমায়, তুমি ভেঙে পড়োনা, পাশে থেকে সান্ত্বনা দিবে।
আমি কল্পনা করি তোমার আমার ভালবাসার জ্যোৎস্না রাত,
এসো প্রেম-ভালোবাসাকে ছাতা বেনে ঘুরব বৃষ্টি ভেজা পথ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087