কবি: মুহাম্মাদ শরীফুল ইসলাম
নবীর শিক্ষা নয়তো ভিক্ষা
এটাই নবীর বাণী,
দুঃখের পরে আসবে ঘরে
সুখ পাখিটা জানি।
ভিক্ষা হলো নিম্ন কাজ
করোনা তুমি কভু,
ধৈর্য ধরে চললে তোমায়
দিবেন অর্থ প্রভু।
আরব দেশে জন্ম নবীর
আছেন সেথায় শুয়ে,
ভিক্ষাবৃত্তি ছাড়লে তোমায়
ভালোবাসবে হৃদয় দিয়ে।
বিশ্ব নবীর উম্মত তুমি
মানো তার কথা,
হাত পাতলে লোকের কাছে
পান তিনি ব্যথা।
নিম্নমানের কাজ ইহা
ছাড়ো এই অভ্যাস,
প্রভু তোমার খুশি হবে
পাবে সুখের আভাস।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫