কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
জীবন নিয়ে করছি বড়াই
ঝড় তুফানে চলছে লড়াই
কাঙ্খিত সুখ আশে,
নিজের ভেবেই ভুবন মাঝে
ভুবন গড়ছি রঙিন সাজে
জগত জুড়ে পাশে।
আশার প্রদীপ জ্বেলে জাগি
দেহের কালায় পুলক মাগি
প্রেমের পরশু পেয়ে,
জগতের তাল বিষম হিয়া
ভালোবাসার মিলন দিয়া
জীবন ছুটছে ধেয়ে।
আগবাড়িয়ে ন্যায়-টাই বলি
জীবনটা লই সামনে চলি
সৎ আদর্শ যাচি,
একদিন থামবে চলার গতি,
মনের জাগবে দোসর মতি
আর থাকব না বাঁচি।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087