দেখতে দেখতে বয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা
কাছে আসার নাম করে কেনো
দূরে ঠেলে দিয়ে গেলা।
ছেড়ে যাওয়ার ইচ্ছাই যদি থেকেই থাকতো
কেনো তবে হাত ধরে
মিছে মায়ায় ফেলে
হারালে বহুদূরে।
খুঁজি তো আজ রোজ আমি তোর খুঁজ
পাইনি তো আজও তোমায়
ফিরে আমার হিয়াতে।
মনে হয় ছিলাম তোর আমি প্রয়োজন
তাই তো বহু কাঁদালে
করলে জীবনটা যেনো ক্ষয়।
সব তোর ছিল মিছে অভিনয়
বুঝিনি আমি-
হৃদয় দিয়ে কষ্ট পেয়েছি
আত্মা পুড়ে পুড়ে যেনো হয়ে গেছে পোড়া মাটি।