কলমে: এস, এম অভি
মন চায় না তবুও প্রভাতে উঠতে,
মা ডাকে বারবার, চোখ চায় শুধু ঘুমাতে
শিথিল চোখে সূর্য হাসে জানালার কোণে,
ইচ্ছেগুলো ঘুমায় যেন রঙিন এক স্বপ্নে।
মন চায় না তবুও ব্যাগ কাঁধে নিতে,
বইয়ের ওজনে প্রশ্বাস ফুরায়, হাঁটতে হয় নিঃশ্বাসে।
তবুও হেঁটে যাই পথ, বন্ধুরা যে ডাকে,
টিফিনের সময় স্মরণ রাখে, আড্ডায় জমে উঠে গল্প,
থাকে না আর অলসতা,জমে উঠে বড় হওয়ার স্বপ্নধারা।
মন চায় না তবুও ইত্যাদি পড়তে,
মন চায় শুধু জীবনটাকে মজায় জমে তুলতে,
মন চায় না তবুও কষতে কঠিন অঙ্ক,
জীবনটাও বুঝি এমন — প্রশ্নে ভরা সংক।
তবুও কলম চালাই, মনের ভুলে ভুলে,
শেখার মাঝেই পাওয়া যায় নতুন স্বপ্ন জুড়ে।
মন চায় না তবুও বড় হতে ধীরে ধীরে,
বয়স বাড়ে, সময় পোরায়, স্বপ গুলো থামে না,
স্মৃতিগুলো রয়ে যায়,
খেলনাগুলো সরে যায় সীমানায়,
এই এক বাস্তবতা,
তবুও বড় হতে হয়, দায়িত্বের পালা,
মনের ভিতর শিশুটির সব সময়েই জ্বলা।