আন্তর্জাতিক শ্রমিক দিবস
শ্রমকে শ্রদ্ধা জানাই
শ্রমের ফসল আমরা সবে
সুখের জীবন বানাই।
শ্রমিকদের এই শ্রমের ফলে
উন্নয়নশীল তকমা,
উন্নতশীল জাতির খেতাব
দরকারি কারিশমা।
দিবা-রাত্রির পরিশ্রম বেশ
সংগ্রামী এই ভুবন,
সারা জীবন লড়াই করেন
মরণে হয় শোভন।
দিনের শেষে ক্লান্তির সঙ্গে
সবাই ফিরে নীড়ে,
দখিন হাওয়া আদুল গায়ে
পরশ বুলায় ধীরে।
. রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ।