কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
মা জননীর আদর যত্নের
তুলনা ভাই হয় না,
কোনো কিছুর বিনিময়ে
মূল্য দেয়া যায় না।
মায়ের মুখে হাসি দেখলে
মন খুশিতে ভরে,
শত দুঃখের সংসার করে
হাসি রাখেন ধরে।
অনেক কষ্ট ভোগ করিয়া
সন্তান পালন করে,
মহানবী বলেন জান্নাত
মায়ের পায়ের পরে।
অমূল্য ধন মা জননী
এই ধরণীর মাঝে,
সেবা যত্ন করো মায়ের
সদা সকাল সাঁঝে।
মায়ের মুখে হাসি দেখলে
প্রাণে শান্তি আসে,
সন্তানের সুখ দেখলে মায়ে
খুশির হাসি হাসে।
মা জননীর বয়স বাড়ছে
কমছে গায়ের শক্তি,
এমন সময় মায়ের প্রতি
দৃষ্টি রেখো ভক্তি।
Good.