মোঃ জাবেদুল ইসলাম
মানুষে মানুষে ফ্যাসাদ সৃষ্টি
নয় তো ভালো কর্ম।
মানুষের মাঝে মানবপ্রেম,
পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম।
মানুষে মানুষে নয় হানাহানি,
নয়তো হিংসা বিদ্বেষ।
মানুষে মানুষে নয়তো ঘৃণা,
মানুষের মাঝে মানবপ্রেম।
মানুষ ছাড়া মানুষ কখনো,
থাকতে পারে না একা।
প্রতি ক্ষণে ক্ষণে মানুষের,
সনে মানুষের হয় দেখা।
মুহুর্তে মুহূর্তে প্রয়োজন হয়,
মানুষের সাহায্য লওয়া।
বিপদ আপদ আসলে লাগে,
মানুষের কাছে যাওয়া।
সুখ দুঃখ হাসি কান্না ভরা,
এ জীবন তোমার গড়া।
জীবন তোমার বিপন্ন হবে,
মানুষের সাহায্য ছাড়া।
আমি কবি এক ছোট্ট কথা,
বলি আজ তোমাকে।
চলার পথ তোমার হবে সুগম,
ভালো বাসলে মানুষকে।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087