মোঃ জাবেদুল ইসলাম
মা জননী এই জগতের,
সবার চেয়ে ভালো।
মা জননী দেয় জ্বালিয়ে,
সবার জীবন আলো।
মা’কে যতই ঘৃণা করো,
মা বাসে তবু ভালো।
মায়ের কাছে সন্তান কভু,
হয় না সাদা কালো।
মা’কে যতই দুরে ঠেলি,
মা যায় না দুরে।
সন্তানের তরে ভালোবাসা
যায় না মায়ের ফুরে।
অসুখ বিসুখ হলে মায়ের,
চিন্তা বাড়ে কতো।
শিহরে বসে হাত বুলিয়ে,
আদর করে মা যতো।
মায়ের অসুখ হলে পরে
মোরা সেবা যত্ন করি।
মায়ের সেবা করলে মা,
মোরে জান্নাত যাবে ধরি।