রকিবুল ইসলাম
কাক ডাকা ভোরে নয়নের পাতা অবসাদ আর ক্লান্তিমগ্নতা ভুলে জেগে উঠতে চাইল যখন প্রবল বেগে।
সাধিনি বাঁধ তার অদম্য যাত্রা আরম্ভের মহেন্দ্রক্ষণে।
অক্ষিজুগলে তখন জগতের কত শত আশার যত ছাপ!
নিরাশার বালুচরে ডুবে যেতে বসা আশাটাকে ম্রিয়মাণ হওয়ার পূর্বে ঊষার রবির রাঙা আভায় স্নাত করে দেদীপ্যমান আলোর ভেলার যাত্রী করার মিনতি জানিয়েছি মহান রবের দরবারে।
ক্ষমা কর প্রভু মম অপরাধ!
আমি যে মহাপাপি আজ।
শত পঙ্কিলতা ভুলে মোচিতে হবে শাপ।
অভিযোগ আর অভিমানে'রা যত ঠাঁই দাড়িয়ে প্রতীক্ষা রত।
সুবিচার হবে আজি,দন্ডিত হব জানি।
গৃহীত হবে তাদের আরজি মালা
(মহান আল্লাহর) প্রভুর বিচারিক আদালতে,আমি পাব না মাফ।
রোমন্থন করব জরাগ্রস্ত ধূসর অতীত, করেছি ভুল-অন্যায় যত।
ফেলে এসেছি পশ্চাতে যা হয়ে অতিশয় স্মৃতি কাতর।
পাব না এখন আর কোন দিশা,মেনে নেব রায় দিবেন যা স্বয়ং মহাপ্রভু মহান আল্লাহ পাক।
আজ আর কোনমতে আমি পাব না কোন ক্ষমা।
তবুও আশায় বেঁধে বুক করছে যা ধুক ধুক,
চাতকের ন্যায় রইব চেয়ে।
গগন হতে বারি এসে ধৌত করে দিবে সব পাপ।
আজ যে দায় মুক্তির দিন -"মোচিতে হবে শাপ!"
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087