শোষণ, নিষ্পেষণ, নিপীড়ন আর ক্ষমতা!
দাম্ভিকতার যাঁতাকলে পিষ্ট, বিপন্ন আজ মানবিকতা।
পূণ্যভূমিতে আজ বইছে বারুদের গন্ধ,
অবরুদ্ধ গাঁজায় শ্বাসও আজ বন্ধ।
আবাল, বৃদ্ধ, বনিতার রক্তে রঞ্জিত ফিলিস্তিনের পবিত্র ভূমি।
ওমর, উসমানের উত্তরসূরী হয়ে কিভাবে নিশ্চুপ থাকো তুমি?
চারিদিকে বিভীষিকাময় তান্ডব লীলার বিভৎস পৈশাচিক নির্যাতন।
অন্যদিকে হায়েনার দলের নির্লজ্জ হাসিতে রক্তাক্ত দন্ত প্রদর্শণ।
মুহুর্মুহু আক্রমণে ধ্বংস হচ্ছে আশরাফুল মাখলুকাত,
ধ্বংস হচ্ছে মানবতা,
হারাচ্ছে ন্যায়, নীতিবোধ।
জাতিসংঘ আজ নির্বিকার, নখদন্তহীন।
তবে, কি হয়ে যাবে নিঃশেষ পবিত্র ভূমি ফিলিস্তিন?
একদিকে পোড়া মাটির সোঁদা গন্ধ,
অন্যদিকে বাঁচার তাগিদে উন্মুখ প্রতিটি রন্ধ্র।
আশ্রিতের শাণিত ছুরির আঘাতে বিদীর্ণ আজ আশ্রয়দাতার বক্ষ।
যত হবে রক্তাক্ত ফিলিস্তিন, বিপন্ন হবে তত মানবিকতা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087