রক্তে ভেজা পেলাম নতুন স্বাধীনতা
চোখের কোনে ঝর ঝরে পড়ে পানি
মুগ্ধ তুমি জাতির পৌন্ছে দিয়েছো বানী
এই পানি লাগবে পানি লাগবে পানি ৷
বীর তুমি সাহসী তুমি জাতীর অহংকার
কানে বাজে তোমার ধ্বনী শুনি বারেবার
তুমি ৫২ শহীদ নওগো তুমি ২৪শে জুলাই
তোমার কথা হৃদয় গাথা কেমনে ভুলাই ৷
কোন মায়ের গর্ভে তোমায় দিয়েছিলো ঠাই
সালাম মাগো লক্ষ সালাম জানাই তোমায়
মানবতার ফেরিওয়ালা পানি লাগবে পানি
শহীদেরা মরে না মাগো কেঁদোনা গো তুমি
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087