কি অপরূপ সৃষ্টি তোমার
রাঙানো এ ধরা,
বৃক্ষ -তরু পশু পাখির
জন্ম থেকে মরা।
নিপুণ গড়া সৃষ্টি তোমার
ভুল মিলে না কভু,
দেখতে তুমি কি চমৎকার
জানি না তো প্রভু!
সৃষ্টি মাঝে চির সুন্দর
করেছো যে দান,
আশরাফুল মাখলুকাতে
করিলে ফরমান।
ধন্য আমি পূর্ণ আমি
শুকরিয়া তাই শত,
শ্রেষ্ঠ তুমি ও দয়াময়
তুমি তোমার মত!
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087