সাবিত রিজওয়ান
চা'এ ফু দিচ্ছে পুলিশ পায়ের উপর পা রেখে,
চিন্তা কী খাই আর ঘুম যাই!
বেতন দিবে সরকার আরো পাব ঘুষ থেকে।
আসামি গ্রেফতার হয়না
কারাগারে বন্দী হয়রে গরিব-অসহায়,
মাদক কারবারিরা পার পেয়ে যায়।
নির্বাহী, আইন, বিচার সমাজসেবা নয়,
টাকা মেরে পেটুক তাঁরা ঘুষ দিলে কারো চাকরি হয়।
ন্যায় চাইয়া পাই হুমকি,
দূর্নীতি দেশে যুক্ত হচ্ছে, দূদক কবে এগুলোতে নজর দিবে!
উচিত কবে জানবে তারা, বই পড়লেই কি জ্ঞান অর্জন হবে?
কেউ কাউকে শিকার করছে হয়রানির অকারণে,
ফাঁসানো হচ্ছে কাউকে প্রতিহিংসার মামলায়!
দেউলিয়া হচ্ছে রে কেউ ষড়যন্ত্রের হামলায়।
কেউ বিলাসিতার জীবন পাইছে
কেউ পেটের দায়ে চোর,
কেউ হয়েছে বাটপার
আমারাই পণ্য, ক্রেতা-বিক্রেতা
নিত্যদিন আজগুবি ঘটনা ঘটছে!
সরকার হয়েছে নেশাখোর;
চাটুকারের লোভ বড় পদ,
চরিত্রহীন হয় ক্ষমতাসীন
করতে চায় দেশের ক্ষতি।
মরি-মারি, দোষ করি, সাধু সাজি যমদূত লাগেনা,
পরিবর্তন হলো কীরে স্বাধীনতা পেলাম না।
নিরাপদ চাই জনপদ,
কোথাও মসজিদ ভেঙ্গে মন্দির বানা হচ্ছে
এগুলো কি নয় অপরাধ?
র্যাব সমাধান করবে কখন
যাচাই করবে কবে কে এই মামলার দোষী,
দিবা রাতি নানান নির্যাতন।
কেউ কৌশলে করতে চায় এই দেশকে ধ্বংস,
তাই জাগ্রত কর বাংলার বীর সন্তানেরা সাহস।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087