মোঃ ফখরুল ইসলাম মামুন
ভালবাসা মহা শব্দ,
সহজ তার নাম।
ভালবাসা সবার সাথে,
হয় না কখনো সমান?
রাজার ভালবাসায় তৈরি,
প্রজার জন্য আয়না ঘর।
আমাকে কটুক্তি করলে,
ঢুকাও সব আয়না ঘর।
দেও শাস্তি রাখ অনাহারে,
মাথায় দেও গরম পানি।
মা’র সব গুলি করে,
আমাকে কেন কটুক্তি করলি?
এবার বুঝ তোর শাস্তি!
থাক অনাহারে চিরকাল।
আল্লাহর রহমতে প্রকাশ পেল,
আয়না ঘরের সব কারবার।
কতোটুকু নিষ্ঠুর হলে তুমি?
মারতে মারবে আমাকে ভাই?
আমি তো তোমাকে ভোট দিয়ে,
নেতা বানালাম তোমাকে হায়!
এই ছিল তোমার ভালবাসা,
এই দিলে আমায় প্রতিদান।
ভিতরে তো সুখ বলতে কিছু নাই,
আয়না ঘরের মধ্যে জাহান্নাম।
আর যদি জনগণ কখনো ও,
নেতা নির্বাচনে করে ভুল।
নামবে সব ছাত্র জনতা,
পালাবে সে বহুদূর।
কোথায় সেই তোমার ভালবাসা?
কোথায় সেই তোমার আয়না ঘর।
ভালবাসা মানে শব্দটি ব্যবহার করে,
চালিয়ে ছিলে অত্যাচার সকল ।
ভালবাসা ছড়িয়ে দাও,
দেশ হতে দেশান্তরে।
বন্দ হোক সব অবিচার,
গ্রাম কিংবা হোক শহরে।
এমন কর্ম করি ও না তুমি,
পালাতে হবে বাপের ভিটা ছেড়ে।
এমন ভাল বাসি ও না তুমি,
ধুলিসাৎ করে ছাত্রদলে।