কলমে: নূরুল কবির
যার নায় টাকার সামর্থ
কোন রকম চলতে ভয়,
সে রিকশা চালায়ে তার
ক্ষুদ্র নিবারণ করতে হয়।
সে নাপারে চাকরি ধরতে
হটাৎ নাপায় কোন চাকরি,
খবরা খবর আসতে আসতে
কোন রকম যেন চলতে পারি।
রিকশা চালক পায়ের পেটেল
মারতে অনেক কষ্ট,
কষ্ট করে ইনকাম করতে হয়
ঘামে রসে শরীর নষ্ট।
হালাল টাকা ইনকাম হয়
নায়যে কোন দূর্ণীতি,
অনেকে আবার তাদের টাকা
মেরে খাওয়ার করে নীতি।
তাদের যদি পারো কেহ
বকশিশ দিও তবে,
তাদের টাকা মেরে খেওনা
কেয়ামতে হকযে পাবে।
দুনিয়াতে হকের বেলায় যেমন
তেমন পার পেয়ে তুমি যাবে,
দুনিয়াতে না করিলে মাফ
আখিরাতে আমলনামা
তোমার হারাবে।
সরকারী উন্নয়ন সস্থা
নিয়ম মাফিক যদি পারে চালাতে
মটর রিকশা উন্নয়ন শীল
এটাই পারে দেশে খাঠাতে।
মটর রিকশা উন্নত শীল
যদি করতো সরকার,
পায়ের রিকশা দেশে আর
নাহইতো দরকার।
বাবা ভাইয়ের অনেকটা যে
কমে যেত কষ্ট,
শরীর মন অনেকটাই
আর হতোনা নষ্ট।
দেশের মানুষের অনেকটায়
বেচে যেত সময়, হতোনা নষ্ট,
দূরত্বের সময় কাটিয়ে
আর হতোনা কারো কষ্ট।