এম.কে.জাকির হোসাইন বিপ্লবী
যেই শব্দ শুনে প্রকম্পিত হয় হৃদয়
বন্ধ হয়ে যায় নিঃশ্বাস,
ভূলিয়ে দেয় সকলের নাম
যুক্ত হই যখন লা’শ।
মহাজনের হুকুমে প্রান পাখিটা যখন যায় চলে,
দেহটা পরে থাকে মাটিতে
মানুষ নাম দিয়েছে লা’শ।
রাজা মহারাজা হোক যত ক্ষমতাবান
মরার পরে একটাই নাম লা’শ।
অস্থায়ী ঠিকানার হবে সমাপ্ত
আপন ঠিকানায় হবে বাসস্থান,
যেদিন হবে তুমি লা’শ।
প্রতিদিনই দেখি মৃত্যুর খবর
প্রশ্নবিদ্ধ হয়ে নিজের কাছেই,
চেনা -অচেনা কত আপনজন
পারি জমিয়েছে সেই পরপারে।
মাটিতে মিশে গেছে সকল মিছে অহংকার
আপন ঠিকানায় গেল শূন্য হাতে,
নামের দাপটে কত করেছে বাহাদুরি
লাশ হয়ে গিয়েছে মাটির ঘরে।
একা একা বসে আমিও ভাবি
এই বুঝে মৃত্যুর দূত এসেছে দুয়ারে,
থাকতে সময় বুঝিনি তার মূল্য
কি জবাব দেবো আমি পরপারে।
মহাজনের হুকুম আসবে যেদিন
যাবো সেদিন আমি মহাঘুমে,
আপন স্বজনের চোখের অশ্রুতি
লাশ হয়ে যাব আমি পালকিতে চড়ে।
লা’শ, শব্দটি যেমন চেনা
আসবে সবার জীবনে,
তবুও কেন এত ভয়
লাশ শব্দটি শুনে।