মোছাঃ আছিয়া আক্তার আছমা
আহারে বাইক
না জানি কত প্রাণ নিলি
এই পর্যন্ত কত মায়ের
বুক করলি খালি।
আহারে বাইক
তোর তরে জীবন দিলো
কত তরুণ ভাই
তাও তোর কম বয়সীর
জীবনই কেন চাই?
আহারে বাইক
তোর কারণে কত পিতার
হলো বুক খালি
একটা সংসার নিমিষেই ধ্বংস
কেন করলি?
আহারে বাইক
তোর নামে শখের শুরু
জীবন হচ্ছে শেষ
তবু কেন জীবন নেওয়ার
চলছে নিয়ম বেশ!
আহারে বাইক
আর কত মা'র কান্নার
শব্দ শুনতে চাস তুই বল?
এক সাথে নয় সব নিয়ে যা
একাই দলের দল।
আহা শখের বাইক
জীবন শুরু হতেই কেন
করি দিলি শেষ
জীবন মৃত্যুর এই খেলাতে
মজা নিচ্ছিস বেশ!
আহারে বাইক
আহারে শখের পালচার
তোর জন্য নষ্ট যুবক
নষ্ট চলতি কালচার।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087