আজি এই গ্রীষ্মের দিবসে
শয়নে স্বপনে,
আমার ফিলিস্তিনি ভাইদের
কথা পড়ে মনে ।
ক্ষোভে দুঃখে জ্বলে উঠে
মম হৃদয়ের কোণে,
অবাক নেত্রে চেয়ে থাকি
শয়নে স্বপনে ।
শেষ বিকালের লাল মেঘ দেখে
ক্লিষ্ট চিত্ত নাচে,
মনে হয় আমার ভাইয়ের
রক্তের চিহ্ন ভাসে ।
উদাস হয়ে ঘুরে বেড়ায়
বাঁশ বাগানের বনে,
প্রমত্ত চোখে চেয়ে থাকি
শয়নে স্বপনে ।
লেখক : শিক্ষার্থী, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি শেষ ২০২৪, লক্ষ্মীপুর।