আমার দেশের শিশু শ্রমিক
অনাথ অসহায় হয়
পেটের দায়ে তারা শ্রমের
মূল্য কি আর পায়?
রাস্তায় রাস্তায় ঘুরে
কঠোর শ্রম করে
এদের সবাই করে হেলা
গায়ের ঘাম ঝরে।
তাদের দুটি কোমল হাতে
কোদাল ধরে হাতে
অবশেষে পড়ে না পাতে
দিন যায় নির্ঘুম রাতে।
শিশু শ্রমিক কে মূল্য দাও
দেশ গড়ার কারিগর
ওরা দেশের ভবিষ্যৎ
মা মাটি দেশের বীর।
ইসলামপাড়া, গোপালগঞ্জ
তারিখ-৩-৫-২০২৫।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087