• সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

কবিতা: শেষ সময়ে

সাবিত রিজওয়ান / ৩৪ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

মাহব হাবীব

রোদে পুড়ে কয়লা,
আমার এই দেহখানা,
আমি এক অচেনা মানুষ,
তোমাদের কেউ হই না;
আসবে ঠিক শেষ সময়ে;
কাঁদবে পাশে বসে।
আমি তো কেউ হই না
শেষ মুহুর্তে মায়া পিছু ছাড়বে না।
অদৃশ্য মায়ার দেয়াল!
যা ভেদ করা যায় না,
সব কিছু ত্যাগ করে-
যেতে হবে নিজ গন্তব্যে।
তোমাদের মাঝে থেকেও
কেন আমি বড় একা?
সমাজের মাঝে কেন আমার?
পরিচয় টা মিলে না।
একাকী চিন্তা ভাবনায় মগ্ন হয়ে থাকি;
কোন সে অমিল আছে আমার
এই জীবন কাহিনী?
আমার শেষ স্মৃতিস্মারক খুঁজে বেরবো তুমি,
অথচ তা কখনো পাবে না অন্যের কাছ থেকে।
হয়তো বেকুল হয়ে কাঁদবে;
নয়তো কোনো এক
পাথর মানব হয়ে দাড়িয়ে রবে।
আর হয়তো ভাবতে থাকিবে
একাকীত্ব মানুষ টা;
আজও একাই রয়েছে ওপরে।

কবি পরিচিত: মাহব হাবীব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামে ০৮-এ জানুয়ারি ২০০২ সালে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার আসল নাম মোঃ আহসান হাবীব এবং তার পিতার নাম মোঃ আতিয়ার রহমান ও মাতার নাম মোছাঃ হোসনেয়ারা বেগম। তিনি লক্ষণপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে মেট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি মকবুল হোসেন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ২০২৪ সালে ইন্টার মিডিয়েড পাশ করেন। এবং তার বর্তমান ঠিকানা নীলফামারী জেলার সৈয়দপুর থানার ধলাগাছ গ্রামে। বর্তমানে কবির যৌথ কাব্যগ্রন্থ- কবিতার ফুলঝুড়ি, তোমার জন্য কৃষ্ণচূড়ার লাল এবং অগ্নিপথের বিজয়ী যোদ্ধা। তার পাশাপাশি আরও অনেক যৌথ কাব্যগ্রন্থে কবিতা প্রকাশ পেয়েছে। কবির একক কাব্যগ্রন্থ- হারানো গল্পের কবিতা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd