মুহা. শরীফুল ইসলাম
শ্রমিকরা আজ নির্যাতিত
পায়না সঠিক দাম,
সারা বছর কষ্ট করে
করে কতো কাম।
রোদ-বৃষ্টি, ঝড়-তুফানে
থেমে তারা নাই,
কাজের শেষে ভাগ্যে তাদের
সঠিক মূল্য নাই।
রাত-দিন কষ্ট করে
চালায় ঠেলাগাড়ি,
দিন শেষে স্বল্প আয়ে
ফিরে তারা বাড়ি।
স্বল্প আয়ের মানুষগুলো আজ
কতো কষ্ট করে,
কাজ করেও কেহ আবার
থাকে অর্ধাহারে।
এই সমাজ তাদের আজ
করেনা কোনো মূল্যায়ন,
কেউ আবার সুযোগ পেয়ে
করে শ্রমিক নির্যাতন।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫