কলমে: রোজিনা খাতুন
কেনো পেলাম এমন জীবন,
সূর্যের তাপে গলিত স্বপন।
প্রাপ্তি অপ্রাপ্তি শূন্যের কোঠায়,
গুঞ্জনা আর বঞ্চনায় করি হায় হায়।
পড়ন্ত দুপুরে ঘর্মাক্ত স্নানে উদ্ভূত ভাবনা আসে,
হেলায় ভালোবাসা দাঁড়ালো সর্বনাশে।
কেনো যেনো মনে হয়—
প্রিয় থেকে আজ অনেকের কাছে অপ্রিয় হলাম,
সন্ধ্যার বর্ণিল আলো হলো ম্লান, অক্ষিপটের সবই হারালাম।
যাদের ঘ্রাণেন্দ্রিয়তে কিংবা যাদের মুখে মুখে ছিলো আমার গুণকীর্তন,
তারা হয়তো আমি বলে কেউ কোন দিন ছিলাম তাও ভুলে গেছে—হারিয়ে গেছে সোনালি বিবর্তন।
থাক্- কেটে যাক্, যেভাবেই যায় এ জীবন,
স্ফুরিত হৃদয়ে যতো যাতনা, অকৃত্রিম বন্ধুর সাথে হোক সহমরণ।
তোমাদের জন্য আমি নগন্য হলেও, আমার জন্য তোমরা ভাবনা সুখবোধ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫