কবি মোহাম্মদ ফাহিম হাসান
নিজের পেটে আছে অন্ন,
মানুষ কে দিব কি জন্য?
নিজের পাওয়া হয়ে গেলে,
অন্য কে করে সে ধাওয়া।
নিজের কাজ হয়ে গেলে,
নীতিকথা যায় সে ভূলে।
সে জানে কখন মানুষ কে ব্যাবহার করতে হবে,
স্বার্থপরের স্বভাব, ব্যাবহার শেষে ছুড়ে পেলে দিবে।
আপন কখনো স্বার্থপর হয় না,
স্বার্থপর কখনো আপন হয় না।
মিষ্টি মিষ্টি কথা বলে স্বার্থ হাসিল করে,
কার্যসিদ্ধি হয়ে গেলে পাওয়া যায় আর তাহারে।
বিপদ-আপদে হয় না তাহারা ভাগি,
স্বার্থপরের লাভ না থাকিলে করে ফাঁকিবাজি।
তাহাদের দাও যদি জিলাপি!
তাহারা ছুটে আসবে তাড়াতাড়ি।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087