কলমে: দেবিকা রানী হালদার
আজ তুমি নাই মোর সাথে
স্মৃতি জ্বালায় সারা নিশি
ভুলি রবি রশ্মি এলে, আলোর প্রভাতে!
ভুলতে চাই বারে বারে শতবার
হয়তো পাবো তোমায় পরো পারে,
এপারে এসেছিলাম একা একদিন
সারাটা জীবন বাজালাম ব্যথার বীণ!
দেনা পাওনা বাজার সওদা
সবকিছুই জীবনের অর্জন বেহুদা,
বেদনার উর্মিমালা আছড়ে পড়ে
জীবনের দু'কূলের বালু চরে!
তবু ও ভালোবাসার চুম্বকীয় আবেশ
জীবন চলার পথে সবার লাগে বেশ,
কেন বিনা সুতার এ বন্ধন যায় না ছেড়া
দু'টো মনের একটা কেন হয় বেয়াড়া!
দুঃখ কষ্ট বেদনা পুড়ান দগ্ধন
ভালোবাসার একমাত্র সমীকরণ!
তবু ও পতঙ্গ পোড়ে চেরাগের আগুনে!
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫