রকিবুল ইসলাম
যদি মোর অন্তর চিৎকার করে বলে
ভালবাসি, ভালবাসি অহর্নিশি!
সে নৈঃশব্দের বীণার গীত ঝংকার,
সে তাল, লয়, সুর লহরীর মূর্ছনা
ধ্বণিত হবে কি তব কর্ণমূলে?
পাব কি চির আরাধ্য সান্নিধ্য তোমার?
না কি হারাবে পুনরায় সবকিছু যথারীতি!
তবে,কহি তোমারে সখি!
শোন হৃদয়ের কর্ণে!
পুনশ্চ:,পুনশ্চ: আসব ফিরে
ব্যথার বাঁশরী হাতে,
তোমার হৃদয় দ্বারে।
কতই না মধুর হত!
ব্যথায় জর্জর অনুভূতিগুলো
মুছে দিয়ে যদি শুরুতেই
হরষের প্রণয়ে আলিঙ্গণাবদ্ধ হতে!
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 01701368008
স্বত্ব সংরক্ষিত - ২০২৫