• সোমবার, ১৯ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

ক্ষমতার হাতবদল!

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বাংলাদেশে সমন্বয়ক রা দাবি তুলেছেন জাতির পিতা পরিবর্তন করতে! তারা Four Founder জাতির জনক চান! তালিকায় আসছে শেরেবাংলা, মাওলানা ভাসানী, মুজিব, জিয়াউর রহমান! অবশ্য “গোলাম আযম এবং নবাব সলিমুল্লাহ” নামটা হলে কোরাম পূর্ণ হতো! জিয়াউর রহমানের উপর আমার কোন Reservation নাই কিন্তু তিনি রাজনৈতিক নেতা ছিলেন না সামরিক শাসক! যে ক’বছর রাজ্য শাসন করেছেন মুজিব খুনিদের উৎপাত, সেনাবাহিনীর অসন্তোষ ক্যূ, ২১ টা ক্যূ মোকাবিলা করে ও এরশাদের বেঈমানীর কাছে হেরে গেলেন চিটাগং সার্কিট হাউজে! বিএনপি নামক দলটা “কফিলউদ্দিন চৌধুরীর বাড়ীতে” বসে ডাঃ বদরুদ্দোজা কে মহাসচিব করে জন্ম হলে-ও গনতান্ত্রিক রূপে উঠেছে বেগম খালেদা জিয়াার হাত ধরে ১৯৯০ নির্বাচন দিয়ে!

“গোলাম আযম সাহেব” রাজনৈতিক নেতা, জামাতের পূর্বপাকিস্তান সভাপতি, ভাষা সৈনিক, লিয়াকত আলী খান বাংলাদেশে এলে সেই কার্জন হলে তিনি সম্মাননা পত্র পাঠ করেছিলেন! কেন করতে হয়েছিলো সে বিষয় না-ই বা গেলাম!
নবাব স্যার সলিমুল্লাহ জাতির ষষ্ঠ জনক হলে দোষ কি? তিনি একসময় নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন! চতুর্থ নবাব এবং ইংরেজদের ব্যবসায়িক খরচ কমাতে কলকাতা থেকে চিটাগং সমুদ্র বন্দর ব্যবহারের ব্যবস্হা করেছিলেন! এ ছাড়া তিনি এদেশে জিয়াউর রহমান কতৃক স্বীকৃত নেতা! সোহরাওয়ার্দীর সাথে তার কবর বেঁধে তিন নেতার কবরের তিনি একজন শায়িত!
এছাড়া রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলেন এমন একটা মিথ্যা “মিথ” নবাব সলিমুল্লাহর উপর ও চালু আছে! নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬০ একর ল্যান্ড দান করেছিলেন মিথ্যা টা! অথচ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বেশ কয়েক বছর আগে মৃত্যু বরন করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক আগে তাদের জমিদারি খারিজ হয় এবং দারুন আর্থিক সংকটে নবাব সলিমুল্লাহ পরিবার তখন হাবুডুবু খাচ্ছিলো, (তথ্য জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার, ঐ সময় কার আরবী বিভাগীয় প্রধান, ঢাকা রেজিস্ট্রার অফিস)!
তবু ও তিনি একজন জাতির জনক হলে কি ক্ষতি Comparing with others he is fit to demand the post .

প্রবীন রাজনৈতিক নেতা শাহ আজিজ সাহেব কে ৭ ম ফাউন্ডার অব ন্যাশন করা যায়। তিনি ঝানু রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান ছিলেন! জিয়া প্রেসিডেন্টের আমলে প্রধানমন্ত্রী ছিলেন! ১৯৭১ সালে জাতিসংঘে বার-বার ছুটেছেন “বাংলাদেশে কোন মুক্তি যুদ্ধ হচ্ছে না বরং কিছু বিছিন্নতাবাদী গন্ডগোল করছে কথাটা বুঝাতে! এছাড়া ও মুসলিম বিশ্ব কে বুঝাতে দেশ থেকে দেশে ছুটছেন “বাংলাদেশ নামক ভারতীয় করদ রাষ্ট্র কে স্বীকৃতি না দিতে!” তাছাড়াও তার কবর সাংসদ প্লাজায় দিয়ে মুক্তি যোদ্ধা জিয়াউর রহমান তাকে জাতীয় নেতার স্বীকৃতি দিয়ে গেছেন! তাকে কারো থেকে ছোট করে দেখার সুযোগ নেই!

প্রিয় পাঠক, বিশ্বের সব জাতির জনকের শত ভুল ত্রুটি
আছে এবং ঐ সব দেশে শতবার বিপরীত চরিত্রের সরকার এসেছে কিন্তু সে-সব সরকার জাতির জনক পরিবর্তন করেন নাই! ধরুন আমাদের পূর্বের জাতির জনক জিন্নাহ কেমন মুসলমান ছিলেন কি তার ইংল্যান্ড থাকা কালীন ডিনার মেনু কি থাকতো, কত লোক তার ডাইরেক্ট এ্যাকশনে মরেছে, তুরস্কের জাতির জনক কামাল পাশা কত মাওলানা হত্যা করেছেন, কেন করেছেন, কোন দেশ দখল করেছেন, ভারতের পিতা মহাত্মা গান্ধী মোটেই ত্রুটি মুক্ত নন, আমি জায়্গার অভাবে এসব দেশের জাতির পিতাদের পোস্ট মার্টেম করলাম না!
তবুও সবাই জাতির জনক পদে আছেন, ঐ জায়গাটা কেউ হাত দেন নাই, বা কয়েকজনকে জাতির জনক করেন নাই! আফগানিস্তানের জাতির পিতা আহমেদ দুরনী ছিলেন দারুন আল্ট্রা-মডার্ন ব্যক্তি, আফগানিস্তানের “মোল্লা ওমর” সরকার ও তাকে জাতির জনক থেকে অপসরণ করেন নাই! অথচ তিনি নারী শিক্ষা বন্ধ করেছিলেন, ক্রিকেট ফুটবল খেলা হারাম বলে বন্ধ করে দিয়েছিলেন !

এই বাংলাদেশেই ইতিহাস আছে কোন শাসকের আমলে বিরোধী রাজনৈতিক দলের কর্মীর মাথা কেটে নদীর চরে ফুটবল খেলতো! এমন কাটা মাথা এনে “ফজলে লোহানী সাহেব” তার টেলিভিশন অনুষ্ঠান “যদি কিছু মনে না করেন” এ দেখিয়েছিলেন”! সেই আসামি ইমদু কে “যুব মন্ত্রী কাসেমের বাসা থেকে গ্রেফতার করা হয়, তার ফাঁসি সময় দড়ি ছিড়ে নিচে পড়ে গেছিলো লাশ!
“এ্যাডভোকেট ময়েজউদ্দিন” ঢাকা উচ্চ আদালতের নামকরা লইয়ারস ছিলেন! নিজ এলাকা কালীগঞ্জে হরতাল পালন করতে গেলে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়! হাতেনাতে ধরা আসামি কে ফাঁসির আদেশ আদালত দিলে জাতীয় পার্টি চেয়ারম্যান দেশের প্রেসিডেন্ট তাকে President marcy তে ছেড়ে দেন!

শুধু “বাংলাদেশের জাতির জনক” কে সীতার অগ্নি পরীক্ষা কেন দিতে হবে? কেন তাকে ধোঁয়া তুলশী পাতা হতে হবে, কেন মেয়ের শাস্তি পিতাকে গুরু দন্ড পেতে হবে ?

পাঠক, কোন ব্যক্তির একাধিক পিতা হলে তাকে “জারজ” সন্তান বলে! একটা জাতির /দেশের কয়েকজন পিতা হলে এমন জটিলতা হবে কি-না তা ভেবে দেখার অনুরোধ করছি সংশ্লিষ্ট কতৃপক্ষ কে!

(কলাম)।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd