নিজস্ব প্রতিবেদক
খুলনায় অবস্থিত চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান খুলনা আর্ট একাডেমির তথ্য উপদেষ্টা বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক এস এম জামাল উদ্দিন স্যারের বেশ কিছুদিন ধরে শারীরিক ভাবে বিভিন্ন অসুস্থতা দেখা দেয়। গত ৮ মে বৃহস্পতিবার সকাল দশটায় বি এন এস বি চক্ষু হসপিটালে বাম চোখে অস্ত্র পাচার করা হয়েছে। স্যারের জন্য সবাই শুভ কামনা করবেন। তিনি শুধু খুলনা আর্ট একাডেমির উপদেষ্টা নয়, তিনি একজন মানুষ গড়ার কারিগর এবং আমি তাকে আমার অভিভাবক হিসাবে মানি।তিনি হাজার হাজার শিক্ষার্থীদের পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ বছর ধরে। তার গুণের বৈশিষ্ট্য খুলনা বাসী তথা দেশের বিভিন্ন স্তরের মানুষরা জানেন। তাই তার জন্য সবাই শুভ কামনা করবেন তিনি যেন পূর্ণাঙ্গভাবে তার দৃষ্টি ফিরে পান। কারণ তার দৃষ্টি ফিরে পেলে আমাদের নবীনদের পথ চলতে সহযোগিতা করবেন; তার দিকনির্দেশনায় হাজারো শিক্ষার্থী সঠিক পথ পাবে। আমরা খুলনা আর্ট একাডেমি পরিবারের পক্ষ থেকে স্যারের সুস্থতা কামনায় প্রার্থনা করছি আপনারা সবাই স্যারের সুস্থতার জন্য শুভ কামনা করবেন। এমন প্রত্যাশায়
চিত্রশিল্পী মিলন বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087