✒ মুসলিমা আক্তার
সম্পর্ক একটি মধুর এবং জটিল জিনিস,যে যেভাবে যত্ন করে রাখতে পারে। যত্নটা ও বেশ যত্ন করে ধরে রাখার ব্যাপার থাকে। মনে করেন আমার স্বভাবে যদি হুট করে রেগে যাওয়া কোন অভ্যাস থাকে তবে মাঝে মধ্যে এটি হতে পারে কিন্তু পরক্ষণেই তা অন্য কাজ বা সেটার জন্য অনুতপ্ত হওয়াটা একটি যত্ন।যত্নে মুমূর্ষু রোগী অনেক সময় সুস্থ হয়ে ওঠে,যত্নে মৃত প্রায় গাছটি প্রাণ ফিরে পায়। যত্নে পরিবার ভালো থাকে,যত্নে ভাই বোনের সম্পর্কে ফাটল ধরে না।বৌ শ্বাশুড়ির ভেদাভেদ হয় কিন্তু যত্নে বোঝাতে পারলে সেটাও বছরের পর বছর ভালো থাকে। স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি তে সরি বলা, মেনে নেয়া একটি যত্ন। পাশের ভাবিদের কাছে স্বামীর প্রশংসা না হোক, স্বামীর দূর্বলতা গুলো ঢাকা একটি যত্ন।
অনেক কর্মকর্তা আছেন যাদের আচরণের গুণে তাঁর মতো হওয়ার আকাঙ্খা জাগে, এটি ঐ কর্মকর্তার আচরণগত যত্নের ফলাফল।
কর্মচারীদের সাথে কি আচরণ করলে বা কিভাবে বললে – কাজ আদায় হয়ে অতিরিক্ত কাজ করার জন্য ইচ্ছে পোশন করে।এগুলো সব যত্নের বহিঃপ্রকাশ।
আমি দেখেছি বেঙ্গল ফাউন্ডেশনের ডিরেক্টর ম্যাডামের সাথে যখন কোথাও যেতাম উনি তাঁর ড্রাইভার কে নিজের কলিগ বলে অন্যের কাছে খুব সুন্দর করে পরিচয় দিতেন এবং উনার কোন গুণ থাকলে সাথে সাথে বলে দিতেন। এতে ঐ ড্রাইভার এতো খুশি হতেন যে বেতন বাড়ানোর পরিবর্তে কমালেও চাকুরী করবেন – এমনটি বলতে শুনেছি।
এটি একটি ইনট্যালেক্চুয়াল প্রোপার্টির মাধ্যমে যত্ন ধরে রাখা।
জুনিয়র দের হাসি মুখের প্রশংসা পাওয়াও যত্নের ফলাফল।
শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সম্পর্ক ও একটি আদর্শ যত্নের ফল।আর অভিভাবকদের সাথে শিক্ষকের সম্পর্ক আরেকটি অতিরিক্ত যত্নের ফলাফল।
সুতরাং পৃথিবীর প্রত্যকটি সম্পর্ক যত্নে সুন্দর আর অযত্নে জটিল।
আমরা যারা প্রয়াত এ এস পি পলাশের পরিবার থেকে ঝগড়ার ঝড় তুলছি বৌ শ্বাশুড়ির যুদ্ধ নিয়ে।
তারা ভালো আছে তো?
সামাজিক মাধ্যমে হাসবেন্ডের মা কে নিয়ে সরাসরি যা বলছি তা কারো মনের কষ্টের কারণ হচ্ছি না তো?
বৌ কে নিয়ে বাড়তি সমালোচনা করে ঘরে অশান্তি করছি না তো?