সাবিত রিজওয়ান
মা ওগো মা,
তোমার কলে মাথা রেখে আর ঘুমানো হয়না ||
কতদিন ডাকনা আমায় কলিজা-খোকা বলে,
ভালবেসে চুমু দিতে মোর কপালে।
তোমার হাতে খেতাম আমি বলেছিলে কত ছড়া,
তুমি কোথায় গেলে পাইনে যে তার সাড়া।
তুমি বীনে আমার সর্বনাশ
কেউ করেনা আদর,
তোমাকে দেখার আশা করেছি সঞ্চয়!
সব ভাঙ্গল কালবৈশাখীর ঝড় ||
ঠান্ডা পেলে বুকে জড়িয়ে নিতে,
খেলাধুলা করে আসতাম ধুঁয়ে দিতে।
গহীন পথে পথিক আসে তুমি কেন আসোনা,
জীর্ণ তরী মাগো জোয়ারে ভাসেনা।
আমার জন্য শুনেছিলে কত বকা,
গরিব ঘরে জন্ম নিয়েও তোমার সুখ নিয়ে বেঁচে থাকা।
খোদার কাছে কেঁদে বলি আমার মাকে কর জান্নাতবাসী,
আমার দুখিনি মাকে রেখ হাসি-খুশি ||