এই বাংলা আমার জন্মভূমি
এ বাংলা আমার প্রাণ।
বাংলায় আমি কথা বলি
এই বাংলাতে গাই গান।
স্বাধীন বাংলায় আছে
আমার মায়ের স্নেহের টান।।
বুলেট হাতে দামাল ছেলে
ঐ যুদ্ধ করতে চলে।
জীবন ত্যাগের বিনিময়ে
বিজয়ের কথা বলে।
আজও আছে এই মাটিতে
শহীদের রক্তের ঘ্রাণ।।
স্বাধীন করে দেশ মোদের
পতাকা হাতে তুলে বাংলার।
শত্রুর সাথে যুদ্ধ করে
রুখে দাঁড়ায় নিয়ে হাতিয়ার
জীবন দিয়ে রাজ পথে
রাখে বাংলার মান।
এই বাংলা আমার জন্মভূমি
এ বাংলা আমার প্রাণ।।
খুলনা জেলা ফুলতলা।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087