সাবিত রিজওয়ান
করুক-না করতে দিন,
মরুক-না মরতে দিন,
পাউক-না পেতে দিন,
খাউক-না খেতে দিন,
দেশতো শুধু আপনার-আমার না!দেশটা সবার জন্য স্বাধীন।
কেউ শয়নে বাঁচুক,
কেউ স্বপ্ন দেখুক,
কেউ হৃদয়ে আঁকুক ভালবাসাকে,
কেউ কান্না করে এদিকে-সেদিকে।
মনখুলে কাঁদতে দিন,
কেউ মঙ্গলের জন্য করে আন্দোলন।