সাবিত রিজওয়ান
তাই নাই হায়,
চাই, চাই আরো চাই।
অন্ন-বস্ত্র, অস্ত্র, চাই অর্থ,
মনুষ্যত্বের স্বাদ না পেলে এই জীবন ব্যর্থ।
ঠেলি কিন্তু টানি না,
তাইতো উপরে উঠতে পারি না।
আমরা সবে বেড়ি
হামেশা বলি দেরি,
ভাঙ্গিনা অন্যায়ের কারাগার
হচ্ছে সব আধার ধইরাছে আমাদের ডর।
হইছে জগৎ ফতুর,
ডিম পেয়েছি ভিতুর।
কে গরিব, কে ধনি
কে নির্গন ফের কে গুণী!
এক আল্লাহর সৃষ্টি সবে,
এত ব্যবধান কেন তবে।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087