• বুধবার, ২১ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

জাতীয় কবির ১২৬ তম জন্মদিন উদযাপন কমিটি গঠিত

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৫ দিনব্যাপী নজরুল উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন নজরুল গবেষক, রাষ্ট্র চিন্তক, কাক্সিক্ষত বাংলাদেশের সভাপতি ও সাবেক কর কমিশনার মো. আসাদুজ্জামান ও সদস্য সচিব মনোনীত হয়েছেন নজরুল গবেষক, সংগীত শিল্পী ও শিক্ষাবিদ প্রফেসর ড. সিরাজুল ইসলাম। ১২৬ তম নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সংপঠনের পক্ষ হতে তিন দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আগামী ২২ মে বিকাল ৫টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা, ২৫ মে সকাল ৮টায় জাতীয় কবির মাজারে শ্রদ্ধা জ্ঞাপন, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা।
কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটক ‘অগ্নিগিরি’ মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হতে সম্মতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এ বছর নজরুল সম্মাননা-২০২৫ পাচ্ছেন সংগীতে দেশ বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমাতুজ্জোহরা, গবেষণায় দেশ বরেণ্য নজরুল গবেষক কবি আল মুজাহিদী ও জাতীয় কবি হিসেবে গেজেট প্রকাশে অনন্য অবদানের জন্য হাইকোর্ট ডিভিশনের নজরুলপ্রেমী ১০ জন আইনজীবী।
নজরুল জন্ম জয়ন্তী রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে পালনের আহ্বান জানিয়ে ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপনে সরকারের পক্ষ হতে এবার কুমিল্লা ও ত্রিশালে তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগের সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয় ও সহযোগী প্রতিষ্ঠানগুলো নজরুলের জন্মজয়ন্তী ও মৃত্যু দিবসে দায়সারা গোছের ছোট্ট পরিসরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত। অবস্থাদৃষ্টে মনে হয়, এবারও তার ব্যত্যয় ঘটবে না। এ দেশে নজরুল চর্চাকে যতটুকু সম্ভব চাপা রাখা যায়, নজরুলের দর্শনকে যেভাবেই হোক যতটুকু দমিয়ে রাখা যায়- এ প্রচেষ্টা এখনো অব্যাহত আছে বলে প্রতীয়মান হচ্ছে।’ তারা আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও ২৪ গণঅভ্যুত্থানে যার গান, কবিতা ও বাণী অনুপ্রেরণা যুগিয়েছিল, বাংলাদেশের জাতীয় কবির জন্মদিন পালনে বিগত ফ্যাসিস্ট সরকারের মত এত দায়সারা গোছের কেন? সরকার, গণমাধ্যাম ও নজরুলচর্চাকারী প্রতিষ্ঠান ও সংঘটনের কোন কার্যকরী উদ্যোগ দেখা যাচ্ছে না।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শরীক ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও নজরুলচেতনা ও দর্শনে বিশ্বাসী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কি ভুলে গেল জাতীয় কবির জন্মজয়ন্তী পালনের কথা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে শুয়ে যিনি তাঁর, গান, কবিতা ও বাণীতে শাহবাগ চত্বরকে শুধু নয় পুরো দেশকে জাগ্রত রেখেছিলেন, তার নাম কাজী নজরুল ইসলাম।
২০২৪ সালে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী সরকারের অন্যায়, অবিচার আর দুঃশাসনের বিপরীতে ছাত্র-জনতার যে অভ্যুত্থান হলো, সেখানেও নজরুল হয়ে ওঠেন প্রতিবাদী প্রেরণার উৎস।
নেতৃবৃন্দ আরো বলেন এই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লবী চেতনাকে শাণিত করেছে কাজী নজরুল ইসলামের কবিতা ও গান। মিছিল ও সমাবেশে আবৃত্তি করা হয় তাঁর কবিতা, গাওয়া হয় তাঁর বিপ্লবী গান। তাঁর কবিতা ও গানে ছাত্রছাত্রীরা যেমন প্রেরণা লাভ করে, তেমনি পেশাজীবী ও শ্রমজীবী মানুষ এমনকি নারীরাও উৎসাহিত হয় এই আন্দোলনে যোগ দিতে। ঘটনা বিশ্লেষেণ করলে এবং দেয়াল লিখন, গ্রাফিতি ও সোস্যাল মিডিয়া পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই, এই গণঅভ্যুত্থানে নজরুলীয় চেতনাজুড়ে আছে অনেকখানি। ‘২৪’-এর গণঅভ্যুত্থানে ছাত্রছাত্রীরাই ছিল মূল চালিকাশক্তি। কোমলমতি স্কুল শিক্ষার্থীরাও স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে আত্মোৎসর্গ করে সেই আন্দোলনে। দেশজুড়ে তাদের জাগরণ আর আত্মোৎসর্গের পেছনে আমরা খুঁজে পাই নজরুলের চেতনা- বল বীর/বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!’
‘২৪’-এর গণঅভ্যুত্থান আমাদের নজরুল’ কোন পক্ষের নয় শুধু বাংলা পক্ষের অর্থাৎ আমাদের-ই রয়ে গেল। নজরুলময় এ বাংলাদেশে সব স্বপ্নের সম্ভাবনাকে সফল করতে একতাবদ্ধ হতে চাই। নেতৃবৃন্দ আশাপ্রকাশ করে বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী কুমিল্লা, ত্রিশালের পাশাপাশি জাতীয় পর্যায়ের ৭ দিনব্যাপী পালনের দাবি সাধারণ জনগণের। শাহবাগ চত্বরে ছাত্র-জনতার আয়োজনে দিনব্যাপী নজরুল উৎসব দেখতে চাই। সব বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপকভাবে নজরুল উৎসব পালন করা হোক। আমরা কবির ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে দেখতে চাই। আমাদের এ প্রাণের দাবি মেনে নেওয়া হবে- এ আমাদের দৃঢ় বিশ্বাস।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
bdit.com.bd