স্টাফ রিপোর্টার:
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের জগন্নাথপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর পয়েন্টের মিতালী রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আহমেদ হোসাইন ছানুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন স্পেশাল ব্রাঞ্চের মানবিক সাব-ইন্সপেক্টর এসআই মোহাম্মদ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক প্রবাসবন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা শেখ মো. ফজর আলী, জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমান জিলু এবং মানবিক সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ ফুজায়েল আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল কাহার এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা সুহেল আহমদ। তাঁরা সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন এবং মফস্বল সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব আহমেদ হোসাইন ছানুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে আহমেদ হোসাইন ছানু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আলোচনা সভা আয়োজন ও সার্বিক সহযোগিতার জন্য জগন্নাথপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও দক্ষতা উন্নয়নে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের ভূমিকা আরও সুদৃঢ় করতে জগন্নাথপুর উপজেলা কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।