কবি আকিকুর রহমান তালুকদার
স্বাধীনতার পর কিংবা আমি ছোট বেলা থেকেই শুনে আসছি, পুলিশ ঘুষ খায়,। পুলিশ ঘুষ খায় বেশিভাগ ক্ষেত্রে অপরাধীদের নিকট থেকে, সারাদেশ জুড়ে
সারাক্ষণ অপকর্ম করে থাকে যারা । আবার ওরা সমাজের ভালোও করে। পুলিশ না থাকলে অপরাধ আরো বেশি করে হতো ।সব পুলিশ আবার ঘুষ খায় না, কথাটা সত্য এবং চির সত্য।
বাংলাদেশের আরো কিছু অফিস আদালত আছে। যারা কম বেশি ঘুষ আদায় করে থাকে , এরমধ্যে রয়েছে ভূমি অফিস, আগেই বলেছি পুলিশ ঘুষ খায় বেশিভাগ ক্ষেত্রে অপরাধীদের নিকট থেকে,আর এখানে ভূমি অফিসের নাইব সহকারী নাইব তার সাঙ্গপাঙ্গরা ঘুষ খায় বিনা অপরাধীদের নিকট থেকে, গরীব লোকের নিকট থেকে, যথেষ্ট বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে। জমি বাজেয়াপ্ত করা, খাজনা আদায়ের নামে,ধরেন কোন গরীব বেচারা অভাবে জমি বিক্রি করবে,জমি রেজিস্ট্রেশন করতে, খাজনা রশিদ লাগে, এই ব্যক্তি গেলেন ভূমি অফিসে খাজনা রশিদ আনতে,। এই ব্যক্তি পরলেন বিপদে, নাইব সাহেব এক বিঘা জমির খাজনা দাবি করেছেন বিশ হাজার টাকা , কি করবেন উপায় খুঁজে না পেয়ে পাঁচ হাজার টাকা দিয়ে খাজনা রশিদ নিলেন, খাজনা রশিদে লেখা আছে একশত পঞ্চাশ টাকা। সবই জানে এই দেশের জনগণ কিন্তু ভয়ে কিছুই বলতে পারে না, বর্তমানে দেশের ৯৫ ভাগ ভূমি অফিস দুর্নীতিবাজ,এরা সরাসরি নিরীহ মানুষের কাছ থেকে ঘুষ আদায় করে যাচ্ছে। ভূমি অফিসের সবাই যে ঘুষ খায় এটায় ঠিক নয় , আমরা ঢালাই ভাবে শুধু পুলিশ কে দোষ দেই।
এমন টা ভাবা ঠিক না। ভুমি অফিসের উপর মহলের নিকট দাবী আপনারা মাঝে মাঝে এসে সাধারণ জনগণের সাথে মতবিনিময় করবেন। তবে যদি কিছু টা রেহাই পায় জনগণ।