নিজস্ব প্রতিবেদক
" পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা মায়ের কাছে " শ্লোগানে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আন্তর্জাতিক সংগঠন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মহিলা পরিষদ এর যৌথ আয়োজনে ১২ মে ২০২৫, সোমবার, সন্ধ্যা ৭ টা, নতুনতারা ভবন, খুলনায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় কো চেয়ারম্যান সাঈদা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নতুনতারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা মঞ্জুর হোসেন ঈসা, আলোকিত অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু ও কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।
মা দিবসের উপর বিশেষ আলোচনা, স্বরচিত কবিতা ও গান পরিবেশন করেন শাখাওয়াত হোসেন স্বপন, এম এম নজরুল ইসলাম, এ্যাডঃ মেহেদী ইনছার, মওলানা মনিরুজ্জামান আকন, দেশ আহমেদ রাজু, সোনিয়া হক, জেসমিন বেগম, শেখ ফরিদুজ্জামান, ইরানী হালদার, আসমাউজ্জামান প্রমূখ।
সম্পাদকমন্ডলীর সভাপতি: আহমেদ হোসাইন ছানু। উপদেষ্টা সম্পাদক: মোঃ রহমত আলী। উপদেষ্টা: মোঃ জাবেদুল ইসলাম। সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। কার্যালয়: উত্তর উল্যা, ভরতখালী, সাঘাটা, গাইবান্ধা, বাংলাদেশ। মোবাইল: 017013680087